ডিলারশিপ ব্যবসা করার নিয়ম ও কম টাকায় ১৪টি ডিলারশিপ ব্যবসা আইডিয়া
ডিলারশিপ ব্যবসা করার নিয়ম ও কম টাকায় ১৪ টি ডিলারশিপ ব্যবসা আইডিয়া সম্পর্কে জানতে চাইলে আজকের আর্টিকেলটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে। আপনার যদি পুজি কম থাকে সেক্ষেত্রে আপনি ডিলারশিপ ব্যবসা চয়েস করতে পারেন।
আজ আমরা আর্টিকেলে আলোচনা করব ডিলারশিপ ব্যবসা কি কিভাবে ডিলারশিপ ব্যবসা নিতে
হয় ডিলারশিপ ব্যবসা করার নিয়ম এবং ডিলারশিপ ব্যবসা করতে কি কি প্রয়োজন হয়ে
থাকে। তার সাথে আরও জানতে পারবেন কম টাকায় ১৪টি ডিলারশিপ ব্যবসা করা
সম্পর্কে।
পেজ সূচিপত্রঃ ডিলারশিপ ব্যবসা করার নিয়ম ও কম টাকায় ১৪ টি ডিলারশিপ ব্যবসা আইডিয়া
- ডিলারশিপ ব্যবসা করার নিয়ম
- ডিলারশিপ ব্যবসা কি
- যেভাবে ডিলারশিপ নিতে হয়
- ডিলারশিপ নেয়ার জন্য কি কি প্রয়োজন
- ডিলারশিপ চুক্তিতে যে সকল বিষয় মাথায় রাখতে হয়
- হিসাব রাখার ডিলারশিপ ব্যবসার নিয়ম
- সাশ্রয়ী হিসাব রাখার অ্যাপ সম্পর্কে
- ব্যবসা পরিচালনা করার পদ্ধতি
- ১৪ টি ডিলারশিপ ব্যবসায় আইডিয়া
- ডিলারশিপ ব্যবসা করার নিয়ম ও কম টাকায় ১৪ টি ডিলারশিপ ব্যবসা আইডিয়া সম্পর্কে লেখকের মন্তব্য
ডিলারশীপ ব্যবসা করার নিয়ম
সাধারণত আমরা কমবেশি সকলেই ডিলারশিপ ব্যবসা বিজ্ঞাপন দেখে থাকি। কিন্তু আসলেই
ডিলারশিপ ব্যবসা সম্পর্কে সঠিকভাবে অনেকেই জানিনা। সেজন্য আপনাদেরকে সকলকে
ডিলারশিপ ব্যবসা করার নিয়ম ও কম টাকায় কয়েকটি ডিলারশিপের আইডিয়া দেয়ার জন্য
আজকের এই আর্টিকেলটি কবি গুরুত্বপূর্ণ।
ডিলারশিপ ব্যবসা করতে হলে আপনাকে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে একটি চুক্তি পত্রে
আবদ্ধ হতে হবে। এর অর্থ হচ্ছে আপনাকে ডিলারশিপে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে।
এই চুক্তিপত্রে আপনার ব্যবসা সম্পর্কে যাবতীয় তথ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা
রয়েছে। ভালোভাবে পড়ে তারপরে বুঝার পর আপনাকে উক্ত চুক্তিপত্রের স্বাক্ষর
নিশ্চিত করতে হবে।
তবে প্রতিটি ডিলারশিপ ব্যবসার কিছু নির্দিষ্ট চাহিদা থেকে থাকে যেগুলো আপনাকে কোম্পানি থেকে নির্দিষ্ট করে দেওয়া থাকে। এরমধ্যে বিশেষ করে মার্কেটিং টিম এবং কভার প্লান ও মাল রাখার নির্দিষ্ট জায়গা রয়েছে কিনা এগুলো দেওয়া থাকে। কোম্পানি আপনাকে যখন ব্যবসার জন্য চুক্তিপত্রে স্বাক্ষর নিশ্চিত করতে বলবে।
তার আগে অবশ্যই কোম্পানি দেখবে যে আপনার ব্যবসা করার জন্য পরী কাঠামো
রয়েছে কিনা। তারা যাচাই করার পর যদি মনে করে যে আপনার ব্যবসা করার জন্য পর্যাপ্ত
পরিমাণ জায়গা রয়েছে সেক্ষেত্রে কোম্পানি আপনার সাথে চুক্তিপত্রে আবদ্ধ হতে
পারে। যদি আপনার কোন নির্দিষ্ট জায়গা না থাকে সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ব্যবসা
নাও করতে দিতে পারে।
ডিলারশিপ ব্যবসা কি
সাধারণত আমরা ডিলারশিপ ব্যবসা বলতে কোন একটি নির্দিষ্ট এলাকায় কোন
কোম্পানির পণ্যের বিজ্ঞাপন বা প্রচার করার যাবতীয় দায়িত্ব নিয়ে চুক্তিপত্রে
স্বাক্ষর করাকেই ডিলারশিপ ব্যবসা বলা হয়ে থাকে। ডিলারশিপ ব্যবসা করার নিয়ম ও কম
টাকায় 14 টি ডিলারশিপ ব্যবসা আইডিয়া নেওয়ার আগে অবশ্যই আপনাকে ডিলারশিপ ব্যবসা
সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে।
আরোও পড়ুনঃ ফ্রিল্যান্সিং এর হারাম দিকগুলো সম্পর্কে বিস্তারিত জানুন
যদি মনে করেন কোন ধরনের স্বনামধন্য কোম্পানি আপনার এলাকায় আপনাকে যাবতীয় ডিলার
নিয়োগের দায়িত্ব দিয়েছে সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে সকল শর্ত মেনে নিয়ে
চুক্তিপত্রে আবদ্ধ হয়ে ওই ডিলারশিপের দায়িত্ব নিতে হবে। পরবর্তীতে যদি মনে হয়
যে কাজ করা আপনার কাছে জটিলতা সেক্ষেত্রে আপনি তাদের সাথে চুক্তি পত্রে স্বাক্ষর
নাও করতে পারেন।
তবে আপনি যদি না বোঝার আগে ডিলারশিপে চুক্তিপত্র হয়ে যান সে ক্ষেত্রে অবশ্যই
যাবতীয় কাজের দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। আপনি যদি ওই ডিলারশিপ নিতে চান সে
ক্ষেত্রে ওই কোম্পানি যাবতীয় দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। তার পাশাপাশি
আপনাকে সে কোম্পানি সকল পণ্য বিতরণ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনার
মাধ্যমে গ্রাহকদের পৌঁছে দেয়া হবে।
যেভাবে ডিলারশিপ নিতে হয়
ডিলারশিপ ব্যবসা করার নিয়ম ও কম টাকায় 14 টি ডিলারশিপ ব্যবসা আইডিয়ার সম্পর্কে
জানার পাশাপাশি অবশ্যই আপনাকে এটি জানতে হবে যে আপনি যেভাবে ডিলারশিপ নিতে পারেন।
অবশ্যই আপনাকে সে সম্পর্কে ভালোভাবে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। না হলে আপনি
সঠিকভাবে ডিলারশিপ নিতে পারবেন না।
শুরু করার আগে অবশ্যই আপনাকে কোম্পানির নির্দিষ্ট পণ্য চিহ্নিত করতে হবে। আপনি
আপনার এলাকায় কাজ করবেন তখন আপনাকে এটি নিশ্চিত করতে হবে যে আপনি যে পোনো নিয়ে
কাজ করবেন সে পণ্যের চাহিদা আপনার গ্রামে রয়েছে কিনা। আসলেই গ্রাহকেরা সে সকল
পণ্য আপনার থেকে নিতে ইচ্ছুক কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে হবে।
তার পাশাপাশি কোম্পানির যে দামে আপনাকে জিনিসটি বিক্রি করার জন্য বলবে সে দামে
আপনার এলাকার মানুষজন পণ্যটি কিনতে পারবে কিনা সে সম্পর্কেও আপনাকে ধারণা অর্জন
করতে হবে। এরপর আপনাকে কোম্পানির সাথে কথা বলে জানতে হবে যে আর সেই কোম্পানি
আপনার এলাকায় ডিলারশিপ নিয়োগ দিতে ইচ্ছুক কিনা।
আরোও পড়ুনঃ মেয়েদের ঘরে বসে অনলাইন ইনকাম করার ১৫টি সহজ উপায়
কোম্পানী যদি আপনার এলাকায় ডিলারশিপ নিয়োগ দিতে ইচ্ছুক হয়ে থাকে সেক্ষেত্রে
আপনি সে কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। এবং যাবতীয় তথ্য সম্পর্কে নিশ্চিত
ধারণা অর্জন করে চুক্তিপত্রের সই করার মাধ্যমে ব্যবসা শুরু করে দিতে পারেন। আশা
করি আপনারা কিভাবে ডিলারশিপ নিতে হয় সে সম্পর্কে নিশ্চিত ধারণা অর্জন করতে
পারলেন।
ডিলারশিপ নেয়ার জন্য কি কি প্রয়োজন
ডিলারশিপ ব্যবসা করার নিয়ম ও কম টাকায় 14 টি ডিলারশিপ ব্যবসা আইডিয়া জানার
পাশাপাশি অবশ্যই আপনাকে এ তথ্যটি সঠিকভাবে জানতে হবে যে ডিলারশিপ নেয়ার জন্য কি
কি তথ্য বা কাগজপত্র প্রয়োজন পড়বে। কেননা আমরা সকলেই জানি যে কোন কোম্পানি বা
ব্যবসা শুরু করলে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্যের দরকার হয়ে থাকে।
এটার ক্ষেত্রেও ঠিক তাই। সেজন্য অবশ্যই আপনাকে আগে থেকে জেনে নিতে হবে যে
ডিলারশিপ নেয়ার জন্য আপনাকে কি কি করতে হবে এবং কি কি ধরনের কাগজ লাগবে। সাধারণত
ডিলারশিপ নেওয়ার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্রের এবং ফর্মালিটি থাকার প্রয়োজন
হয়।
ডিলারশিপ নেওয়ার জন্য সর্বপ্রথম আপনার একটি এজেন্সি লাগবে। আপনি যে কোম্পানি
থেকে ডিলারশিপ নিতে আগ্রহী সে কোম্পানির নিকট রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে।
অবশ্যই আপনার একটি ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক তার পাশাপাশি একটি ব্যাংকে
একাউন্ট থাকতে হবে। যে ব্যাংকে একাউন্ট থাকবে সে ব্যাংকের একটি স্টেটমেন্ট প্রদান
করতে হবে।
ডিলারশিপ চুক্তিতে যে সকল বিষয় মাথায় রাখতে হয়
সাধারণত ডিলারশিপ ব্যবসা করার ক্ষেত্রে এমন কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো
আপনাকে সর্বদা মাথায় রেখে চুক্তিপত্রে স্বাক্ষর নিশ্চিত করতে হবে। কেননা
ডিলারশিপ ব্যবসা করার নিয়ম ও কম টাকা ১৪০টি ডিলারশিপ ব্যবসা আইডিয়া জানার
পাশাপাশি এগুলো জানা আপনার জন্য খুবই জরুরি ও প্রয়োজনীয়।
আপনি যখন চুক্তিতে স্বাক্ষর করবেন তার আগে অবশ্যই সে কোম্পানি বা অফিসে গিয়ে
তাদের যাবতীয় তথ্য এবং অফিস সম্পর্কে ধারণা নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনার সে
কোম্পানির কোন গোডাউন ঘর বা যেখানে উৎপাদন হয়ে থাকে সাজানো আছে কিনা এবং সত্যতা
যাচাই করতে হবে।
আপনার কাছে বা আপনি কোম্পানির পণ্য কিভাবে পাবেন সে সম্পর্কে নিশ্চিত হয়ে আসতে
হবে। অনেক সময় কোম্পানির পণ্য মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন সে সকল পণ্য আপনি
কি করবেন সে বিষয়েও আপনাকে জেনে নিতে হবে। তার পাশাপাশি অবশ্যই এটি জানতে হবে যে
কোম্পানির কোন প্রকার এসআর নিয়োগ দিতে পারে কিনা।
আরোও পড়ুনঃ মোবাইল দিয়ে কিভাবে সিপিএ মার্কেটিং করে আয় করা যায়
প্রয়োজনীয় তথ্য সম্পর্কে আপনাকে নিশ্চিত ধারণা নিতে হবে যে যদি আপনি কোন সময়
ডিলারশিপ চুক্তি বাতিল করতে চান সে ক্ষেত্রে কোম্পানি কি ধরনের নিয়ম অবলম্বন
করতে পারে সে সম্পর্কে কোম্পানির কাছ থেকে আপনাকে সঠিকভাবে জেনে নিতে হবে। যাতে
করে কোম্পানি চাইলেই ইচ্ছামত টেইলার্সশিপ চুক্তি বাতিল করতে না পারে।
হিসাব রাখার ডিলারশিপ ব্যবসার নিয়ম
ডিলারশিপ ব্যবসা করার নিয়ম ও কম টাকার ১৪টি ডিলারশিপ ব্যবসা আইডিয়া সম্পর্কে
জানার পাশাপাশি অবশ্যই আপনাকে জানতে হবে যে ডিলারশিপ ব্যবসার হিসাব কিভাবে রাখতে
হয়। আপনি ছোট কিংবা বড় যেকোনো ধরনের ব্যবসা করেন না কেন। সেই ব্যবসার মাধ্যমে
আপনি আপনার স্বপ্নটিকে বাস্তবায়ন করতে চান।
সেজন্য অবশ্যই আপনার ডিলারশিপ ব্যবসার হিসাব রাখার নিয়মটি সম্পর্কে সচেতন থাকতে
হবে। আর আপনি যদি ব্যবসার যথাযথ দেখাশোনা না করতে পারেন সে ক্ষেত্রে ব্যবসা সফলতা
অর্জন করা সম্ভব হবে না। আপনারা যাতে করে ডিলাক্সিপের হিসাব রাখার নিয়ম সম্পর্কে
সচেতন হতে পারেন সেজন্য আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য লেখা।
চলুন তাহলে আমরা জেনে খুব সহজে কিভাবে ডিলারশিপ ব্যবসার হিসাব রাখতে হয়।
-
ডিলারশিপ ব্যবসার হিসাব রাখার জন্য অবশ্যই আপনার ব্যক্তিগত এবং ব্যবসার হিসাবের
জন্য যে সকল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেগুলো চলতি থাকা লাগবে।
-
এবং প্রতিদিনের হিসাব গুলো যথাযথভাবে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে
-
আপনি যে পরিমাণ খরচ করবেন সেই খরচের রশিদ গুলো সংরক্ষণ করে রাখতে হবে
-
তবে রশিদ এবং চালান কফির মধ্যে পার্থক্য বুঝতে হবে
-
আয়ের একটি আলাদা ফাইল তৈরি করতে হবে
-
হিসাব সংরক্ষণ করার জন্য এন্টি ব্যবস্থাপনা এটি সম্পর্কে বিস্তারিত বুঝুন
-
বিক্রয় কর হিসাব সম্পর্কে জানুন এবং প্রয়োজনের ক্ষেত্রে ফাইল তৈরি করে
সংরক্ষণ করুন
-
আপনি যে ব্যবসা করছেন তার সকল হিসাব আলাদা আলাদা থাকলে সংরক্ষণ করে রাখার
চেষ্টা করুন
-
ব্যবসার ক্ষেত্রে যে একাউন্টে লেনদেন করছেন তার হিসাব নিয়মিত ভাবে যাচাই
করুন
-
আপনার ব্যবসার বাজেট এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির জন্য প্রস্তুত থাকুন
-
আপনার ব্যবসার হিসাব সংরক্ষণ করার জন্য যে কোন ভালো মানের একটি সফটওয়্যার
ব্যবহার করুন
-
ব্যবসার করসম্পর্কে না জানেন সে ক্ষেত্রে একটি লোক নিয়োগ দিয়ে রাখুন
সাশ্রয়ী হিসাব রাখার অ্যাপ সম্পর্কে
বাংলাদেশের হিসাব রাখার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে তবে সবচেয়ে সাশ্রয়ী
কিছু অ্যাপস রয়েছে যেগুলো সম্পর্কে সকলের সঠিক ধারণা নেয়া উচিত। তবে আপনাকে
জানতে হবে যে হিসাব রাখার জন্য ওয়েব এবং মোবাইল অ্যাপ গুলোর মধ্যে কোনটি সবচেয়ে
সহজ এবং সাশ্রয়ী হতে পারে।
সাধারণ এবং ছোটখাট ব্যবসায়ীদের জন্য একটি সাশ্রয়ী ও সহজ অ্যাপ তৈরি করা হয়েছে
এটির নাম হচ্ছে হিসাব পাতি অ্যাপ। হিসাব বাতিল সংস্ক্রিপশন মাত্র ৯৯ টাকা
নির্ধারণ করা হয়েছে। সকলের কথা সচরাচর মাথায় রেখে হিসাব পাতি সাবস্ক্রিপশন ফি
মাসিক ও বাৎসরিক এই দুইটি ভাগে ভাগ করা হয়েছে।
আরোও পড়ুনঃ ছাত্র অবস্থায় অর্থ উপার্জনের ১০ টি সহজ উপায়
চলুন সে প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানা যাক
-
বিজনেস প্যাকেজ বিজনেস প্যাকেজ এর জন্য মাসিক ১৯৯ টাকা এবং বাৎসরিক
সাবস্ক্রিপশন এর জন্য ১৭ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে।
অনুযায়ী ্ষিক বাৎসরিক খরচ ১৯৯০ টাকা করা হয়ে থাকে।
-
প্রেমিয়াম প্যাকেজ এর জন্য হিসাব পাতি সাবস্ক্রাইভ সান মাত্র ৯৯ টাকা করা হয়
এখানেও বাৎসরিক ডিসকাউন্ট ৭০% করা হয়েছে ।অর্থাৎ বাৎসরিকভাবে 999 টাকা হয়ে
থাকে।
-
বেসিক প্যাকেজ এটি সম্পর্কে বলার কিছুই নেই কারণ এই বেসিক প্যাকেজটি
সম্পূর্ণভাবে ফ্রি ব্যবহার করা অনুমতি দেওয়া হয়েছে।
ওয়েম্যাক্স আইটিরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url