ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাসি পাউরুটি ব্যবহার সম্পর্কে বিস্তারিত

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাসি পাউরুটি ব্যবহার কথাটা শোনা হয়তো আপনারা অনেকেই অবাক হচ্ছেন। আমাদের অনেকের মধ্যেই জানেনা যে বাসি পাউরুটি দিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়।আজ আমি এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদেরকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাসি পাউরুটি ব্যবহার সম্পর্কে বিস্তারিত বলবো।

ত্বকের-উজ্জ্বলতা-বৃদ্ধিতে-বাসি-পাউরুটি-ব্যবহার

পাউরুটি ও দুধ ত্বকের জন্য উপকার এবং পাউরুটি ও দুধের তৈরি প্রাণ কিভাবে ত্বকে ব্যবহার করা হয়। এগুলো আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হবে সেজন্য আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।

পেজ সূচীপত্রঃ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাসি পাউরুটি ব্যবহার সম্পর্কে বিস্তারিত

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাসি পাউরুটি ব্যবহার

আমরা প্রতিদিন সকালে নাস্তা হিসাবে সকল বাড়িতে প্রায় কম বেশি পাউরুটি খেয়ে থাকে। এবং বাসি পাউরুটি গুলো সাধারণত আমরা কাজে না লাগিয়ে ফেলে দিই। বা অনেকে এগুলো আবার ডিমের সাথে স্যান্ডউইজ বা তৈরি করে বাচ্চা কিংবা নিজেরা খেয়ে থাকেন। তারপরও অনেক পরিমাণে পাউরুটি থেকে গেলে সেগুলো ডাস্টবিনে বা কুকুরকে দিয়ে খাওয়ানো হয়ে থাকে।

ফেলে দেওয়ার কারণ এগুলোর ওপর ছত্রাক জমে সবুজ আকার ধারণ করে। কিন্তু আপনি এগুলো ফেলে না দিয়ে খুব সহজে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ব্যবহার করতে পারেন। বাসি পাউরুটি আমাদের ত্বকের কালচে ভাব ও মসৃণ করতে সহায়তা করে থাকে। এটি আপনি বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন।

দুধ ও পাউরুটি ত্বকের জন্য উপকারী 

আমরা সাধারণত ত্বকের যত্নে সচরাচর দুধ ব্যবহার করে থাকি।এটি আমাদের ত্বকের জন্য খুব উপকারি উপাদান। পাউরুটি ও দুধ দিয়ে তৈরি করা উপটানটা তৈরি করতে কাঁচা দুধ ব্যবহার করা হয়। আর কাঁচা দুধে রয়েছে অ্যান্টি এক্সিডেন্ট। যা আমাদের ত্বককে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল করতে সহায়তা করে থাকে।

এছাড়াও দুধ ও পাউরুটি দিয়ে তৈরি করা উপটানটা আমাদের ত্বকের মৃত কোষগুলো দূর করে। পাশাপাশি সূর্যের প্রভাবে পোড়া ত্বকে উজ্জ্বলতা ফেরাতে ভুমিকা রাখে। পাউরুটিতেও অনেক উপকারিতা আছে। যা আমাদের ত্বকের ময়লা ও দূর করতে সাহায্য করে। আপনার ত্বকে ব্রণ থাকলে তা দূর করবে দুধ ও বাসি পাউরুটির উপটানটা।

আরও পড়ুনঃ শীতে ত্বকের যত্ন নেয়ার সবচেয়ে কার্যকর ঘরোয়া উপায় সম্পর্কে জানুন

তবে আমরা অনেকেই জানি না যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাসি পাউরুটি ব্যবহার সম্পর্কে। যার কারণে আমরা পাউরুটি না খেলে সহজে ফেলে দিয়ে থাকি। আজ আপনারা জানতে পারলেন কিভাবে বাসি পাউরুটি খুব সহজে উপটান বানিয়ে ব্যবহার করতে পারি। আশা আপনি বুঝতে পেরেছেন।

পাউরুটি ও দুধের উপটান ব্যবহার নিয়ম

আমরা প্রায় সকলে কম বেশি পাউরুটি খেয়ে থাকি। কিন্তু বাসি পাউরুটি দিয়ে রূপচর্চা করা যায় এটা খুব কম সংখ্যক মানুষ জানি। তাই আপনি খুব সহজে এই মিশ্রণটি তৈরি করার জন্য দুধ ও পাউরুটি নিতে হবে। পরিষ্কার একট বাটিতে কাঁচা দুধ ও কয়েক পিচ পাউরুটি নিয়ে কিছু সময় তাতে ভিজিয়ে রাখুন।

আপনি যখন গোসল করতে যাবেন তখন দুধে ভিজিয়ে রাখা পাউরুটি ভালোভাবে মিশিয়ে ত্বকে আলতোভাবে লাগিয়ে রাখুন। এরপর ১৫-২০মিনিট রাখার পর শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি করে সমস্ত মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন। এবার খেয়াল করুন আপনার ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এভাবে সপ্তাহে দুবার ব্যবহার করুন। তাহলে ত্বক আরও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

পাউরুটি-ও-দুধের-উপটান-ব্যবহার

কিন্তু আমাদের জানায় নাই যে বাসি পাউরুটি দিয়ে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বিশেষ একটি উপাদান তৈরি করতে পারি খুব সহজে। এছাড়াও যদি আপনি পাউরুটি দীর্ঘদিন যাবত বাসাতে ফেলে দেন তাহলে পাউরুটির উপরে সবুজ কালার ছত্রাক জন্মে থাকে যার কারণে আমাদেরকে ব্যবহার না করে ফেলে দেয়ায় উচিত বলে মনে হয়।

আরও পড়ুনঃ ত্বক ও চুলের যত্নে জলপাইয়ের তেল ব্যবহার সম্পর্কে বানানোর নিয়ম

হলুদ ও বাসি পাউরুটি দিয়ে রূপচর্চা 

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাসি পাউরুটি ব্যবহার আমরা অনেক কিছু দিয়ে করতে পারি খুব সহজে।আমরা সকলেই আমাদের তুককে সুন্দর ও উজ্জ্বল রাখতে চাই। আপনি সারাদিন বাইরে কাজে বের হওয়ার পর রাস্তার ধূলা বালি ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে। যার কারণে আপনার ত্বক শুষ্কতা হয়ে পড়ে।

এমন অবস্থায় আপনার তুককে খুব সহজে উজ্জ্বলতা ফেরাতে হলুদ ও বাসি পাউরুটি দিয়ে উপটান তৈরি করে ত্বকে ব্যবহার করেন। এজন্য আপনার বাসায় বাসি পাউরুটি ও হলুদ গুঁড়া দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিন। ভালোভাবে মিশে গেলে ত্বকে ব্যবহার করার জন্য ঘন করে নিতে হবে।

আর যদি ঘন না হয় সেক্ষেত্রে আরেকট হলুদের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এর পর আপনি ওগুলো সমস্ত ত্বকে লাগিয়ে নিন। ১০থেকে ১৫ রাখার পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। হলুদ ও পাউরুটি উভয়ই ত্বকের মৃত কোষকে দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে। আশা করি এখন আপনারা সহজে বাসি পাউরুটি ও হলুদ গুড়া দিয়ে রূপচর্চা করতে পারবেন।

মধু ও বাসি পাউরুটি দিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি 

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাসি পাউরুটি ব্যবহার সম্পর্কে আপনারা সকলে জানেন না। আর প্রাকৃতিক ভাবে রূপচর্চা করা ভালো। প্রতি দিন আপনার ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে রূপচর্চা করুন। যদি আপনি খুব ব্যস্ত থাকেন। তাহলে দিনে ৫ বার পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এতে করেও আপনার ত্বক ভালো থাকবে।

পানি হলো প্রাকৃতিক ভাবে রূপচর্চার একটি উপাদান। তবে আপনার ত্বকে সরাসরি সাবান দিয়ে কখনো মুখ পরিষ্কার করবেন না। এ ক্ষেত্রে আপনি বাসায় চালের আটা বা বেসন দিয়ে রূপচর্চা করুন। এতেও ভালো ত্বক পরিষ্কার হয়। তার পাশাপাশি বাসি পাউরুটি ও মধু একসাথে মিশিয়ে নিন। এর পর এটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ থেকে ২০ মিনিট।

আরও পড়ুনঃ ডিম দিয়ে ফর্সা হওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত 

আপনি এই স্ক্রাব টা ব্যবহার করে খুব সহজে যে কোন কাজ করতে পারেন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে আপনার ত্বকের মৃত কোষ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে। তবে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এতে করে আপনার ত্বকের আদ্রতা  ভালো থাকবে।

লেবু, চিনি ও বাসি পাউরুটি দিয়ে রূপচর্চা 

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাসি পাউরুটি ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বর্তমান সময়ে আমরা প্রাকৃতিক ভাবে রূপচর্চার চেয়ে কৃত্রিম উপায়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে আমরা আগ্রহী হয়ে থাকি। আমরা জানিই না যে হাতের নাগালে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা খুব সহজে রূপচর্চা করতে পারি।

বাসি পাউরুটি আমরা সাধারণত ফেলে দিই এই পাউরুটি না ফেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ব্যবহার করুন। প্রথমে একটি পাত্রে সামান্য পানি নিয়ে এতে কয়েকপিচ পাউরুটি ভিজিয়ে রেখে যখন এগুলো ভালোভাবে ভিজে যাবে। তখনে এটি হাতে বা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চা চামচার ২ চামচ লেবুর রস ও ৩ চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে।

লেবু-চিনি-ও-বাসি-পাউরুটি-দিয়ে-রূপচর্চা

এগুলো ভালো করে মিশে গেলে আপনি ত্বকটা পানি দিয়ে ধুয়ে নিয়ে লাগিয়ে নিন। হালকা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। লেবু ও চিনি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ ভালো একটা উপাদান। এতে করে ত্বকের মরা কোষ গুলো দূর হয় ও পাশাপাশি উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

টক দুই, কফি ও পাউরুটি দিয়ে রূপচর্চা 

আপনাদের যাদের তৈলাক্ত ত্বক তাঁরা নিয়মিত বাসি পাউরুটি ফেলে না দিয়ে এগুলো ভিজিয়ে নিয়মিত মুখ ধুয়ে ফেলুন। এতে করে আপনাদের ত্বকের তৈলাক্ত ভাব দূর হবে।কে না চাই ত্বকের উজ্জ্বলতা ফেরাতে বলুন। তাই কৃত্রিম রূপ চর্চায় মন না দিয়ে ঘরোয়া ভবে রূপচর্চা করার পদ্ধতি অবলম্বন করুন। 

এতে করে পরও আপনার ত্বক ভালো থাকবে। আর কৃত্রিম উপায়ে রূপচর্চা করে ত্বকের আরও ক্ষতি হয়। ক্যান্সার হওয়ারও সম্ভবনা থাকে ভবিষ্যতে। তৈলাক্তভাব দূর করার জন্য মধু, চিনি, আটা, গোলাপজল ও বাসি পাউরুটি ব্যবহার করুন। প্রথমে গোপাল জলের মধ্যে কয়েক পিচ পাউরুটি দিয়ে ভিজিয়ে রাখুন।

আরও পড়ুনঃ ভিটামিন ই ক্যাপসুল মুখে ব্যবহারের নিয়ম ও উপকারিতা

ভিজে গেলে ভালো করে মিশিয়ে ২ চা চামচ লেবু রস, ১ চা চামচ মধু, টক দুই, ২ চা চামচ কফি পাউডার ও ১ চা চামচ আটা একসাথে মিশিয়ে নিন। তারপর ত্বকে ভালো করে লাগিয়ে কিছু সময় ধরে শুকিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে আপনার ত্বক ভিতর থেকে উজ্জ্বলতা ও আদ্রতা ফিরে পাবে।

বাসি পাউরুটি ও অলিভ অয়েল তেল দিয়ে উজ্জ্বলতা বৃদ্ধি

বাসি পাউরুটি ও অলিভ অয়েল তেল দিয়ে রূপচর্চা করার সবচেয়ে ভালো সময় শীতকাল। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাসি পাউরুটি ব্যবহার করতে পারেন শীতকালে অলিভ অয়েল তেল দিয়ে। খুব সহজে রূপচর্চা করতে পারেন। সেজন্য আপনাকে পাউরুটি আগে থেকে ভিজিয়ে নিতে হবে।

তারপর ভিজানো পাউরুটি গুলো পানি থেকে তুলে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। আপনি ভালো ফলাফল পাওয়ার জন্য টক দুই এর সাথে মিশ করে নিয়ে তার সাথে জলপাইয়ের তেল মিশিয়ে নিন।ভালোভাবে মিশিয়ে নিয়ে ত্বকে ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে ত্বক ভালো করে ধুয়ে নিতে হবে।

ধুয়ে নেওয়ার পর পরিষ্কার কাপড় দিয়ে মুখ মুছে শুকিয়ে নিন। তারপর মিশিয়ে রাখা স্ক্রাব টা লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে আপনার যদি এলার্জি থাকে। তাহলে অবশ্যই ব্যবহার করার আগে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে ব্যবহার করবেন।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাসি পাউরুটি ব্যবহার সম্পর্কে শেষ কথা

আজকের আর্টিকেলটিতে আমি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বাসি পাউরুটি ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি বাসি পাউরুটি ব্যবহার ও দুধ- বাসি পাউরুটি দিয়ে ত্বকের উপকারী। টক দুই, কফি পাউডার ও পাউরুটি দিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি। আশা আপনারা জানতে ও বুঝতে পেরেছেন।

ব্লগটির মাধ্যমে আপনারা যদি উপকৃত ও ভালো লেগে থাকে। তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। মানুষ মাত্রই ভুল বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোন কিছু বলার থাকলে কমেন্ট করুন। আর যোগাযোগ করার জন্য হোয়াইটসঅ্যাপস এর মাধ্যমে কল করতে পারেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ওয়েম্যাক্স আইটিরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url