অ্যান্ড্রয়েড এমআই থিমস ফিঙ্গারপ্রিন্ট লক করার নিয়ম
অ্যান্ড্রয়েড এমআই থিমস ফিঙ্গারপ্রিন্ট লক করার নিয়ম সম্পর্কে অনেকেই ভালোভাবে জানি না। আর জানলেও এর ব্যবহার সঠিকভাবে করতে পারি না। আপনি যদি অ্যান্ড্রয়েড এম আই থিম ফিঙ্গারপ্রিন্ট লক সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আর্টিকেলটি আপনার জন্য।
আর্টিকেলটির মাধ্যমে আপনি জানতে পারবেন এন্ড্রয়েড এম আই থিমস ফিঙ্গারপ্রিন্ট লক
কি, ফিঙ্গারপ্রিন্ট থিম ডাউনলোড, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক ডাউনলোড, স্কিন
ফিঙ্গারপ্রিন্ট লক ,মোবাইল ফিঙ্গারপ্রিন্ট লক ইত্যাদি সম্পর্কে।
পেজ সূচীপত্রঃ অ্যান্ড্রয়েড এমআই থিমস ফিঙ্গারপ্রিন্ট লক
- অ্যান্ড্রয়েড এমআই থিমস ফিঙ্গারপ্রিন্ট লক
- অ্যান্ড্রয়েড MI ফিঙ্গারপ্রিন্ট লক এর সেরা বৈশিষ্ট্য
- এন্ড্রয়েড এম আই থিমস ফিঙ্গারপ্রিন্ট এর সেরা MIUI
- অ্যান্ড্রয়েড এম আই থিমস ফিঙ্গারপ্রিন্ট লক কি
- অ্যান্ড্রয়েড MI ফিঙ্গারপ্রিন্ট লক থিমস ব্যবহার করার ধাপসমূহ
- ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক ডাউনলোড করার পদ্ধতি
- ফিঙ্গারপ্রিন্ট লক-মোবাইল ফিঙ্গারপ্রিন্ট লক
- লেখক এর মন্তব্যঃ অ্যান্ড্রয়েড এমআই থিমস ফিঙ্গারপ্রিন্ট লক
অ্যান্ড্রয়েড এম আই থিম ফিঙ্গারপ্রিন্ট লক
এন্ড্রয়েড এম আই থিম ফিঙ্গারপ্রিন্ট লক এর সঠিক ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই
কমবেশি জানি। মোবাইলটিকে আরো আকর্ষণীয় করার জন্য অ্যান্ড্রয়েড mi থিম
ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করে থাকেন। থিমস ব্যবহার করার ফলে আপনার মোবাইলের আরো
সুন্দর্য বৃদ্ধি পায়। এই মধ্যে বেশিরভাগই সৌন্দর্য থাকে চার্জিং অ্যানিমেশন
বৈশিষ্ট্য সম্পূর্ণ থিমগুলো।
আরও পড়ুনঃ ছাত্র অবস্থায় অর্থ উপার্জনের ১০ টি সহজ উপায়
আপনি যদি সবচেয়ে সেরা এম আই ফোন থিমবার পিন খুঁজেন। সে ক্ষেত্রে আমি সাজেস্ট করব
আপনি অবশ্যই হাইপার ও এস এবং এমআই ইউসি এই ডিভাইস গুলোর মধ্যে যেকোনো একটি সেরা
থিম ব্যবহার করতে পারেন। তাহলে আপনার জন্য সহজলব্য হবে। ব্যবহারেও সাশ্রয়
হবে।
তবে কিছু কিছু ফোন রয়েছে যেগুলোতে আগে থেকে অফিশিয়ালি ভাবে স্কিন
ফিঙ্গারপ্রিন্ট লক দেয়া থাকতেও পারে আবার নাও পারে। আপনি যদি একটি
ফোন কেনেন এবং পরে দেখেন সেখানে অফিশিয়ালি ভাবে ফিঙ্গারপ্রিন্টের অপশন দেয়া
নাই। সে ক্ষেত্রে আপনি চিন্তিত না হয়ে ফিঙ্গারপ্রিন্ট ডাউনলোড করে মোবাইলের সেট
করে নিতে পারবেন।
অ্যান্ড্রয়েড MI ফিঙ্গারপ্রিন্ট লক এর সেরা বৈশিষ্ট্য
আপনি এই থিমটি ডাউনলোড এবং ব্যবহার করার পর যে সকল মূল বৈশিষ্ট্য পাবেন তা
সম্পর্কে আমি বিস্তারিত ব্যাখ্যা করতে চাই। আপনি নানাভাবে এই ফিঙ্গারপ্রিন্ট লকটি
সম্পর্কে জানতে আগ্রহী। আপনার ডিভাইসে এই থিমটি প্রয়োগ করার পর আপনি যে সকল
পরিবর্তন এবং ইউআই দক্ষতা পাবেন। সেগুলো অনলাইনে সাহায্যের মাধ্যমে চেক করে
নিন।
আপনি যখন প্রথম থিমটি ডাউনলোড করবেন তখন আপনি একটি সুন্দর ফিঙ্গারপ্রিন্টের অ্যানিমেশন পাবেন। তারপর আপনি সেখানে একটি সুন্দর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন বৈশিষ্ট্য গুলো ঠিকমত আছে কিনা সেটা চেক করে নিন। এখানে থিম গুলোর তালিকাভুক্ত নির্ভর করে অ্যানিমেশন এর ওপর।
এখন বর্তমানে বেশিরভাগ ফিঙ্গারপ্রিন্ট লক থিম গুলো চার্জ অ্যানিমেশন প্রক্রিয়া
বা বৈশিষ্ট্য সম্পূর্ণ থাকে। আপনি হয়তো ভাবছেন যে চার্জিং এনিমেশন আবার কি। আমরা
যখন ফোন চার্জে দেই তখন যেটা দেখায় সেটাকে চার্জিং এনিমেশন বলা হয়। চার্জিং
এনিমেশন ছাড়াও আপনি কয়েকটি সুন্দর চার্জিং অ্যানিমেশন পাবেন।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন পদ্ধতি
Android MI থিম ফিঙ্গারপ্রিন্ট ল ক সাধারণত ইউ আই দিয়ে কাস্টমাইজ করা থাকে। সে
ক্ষেত্রে আপনি একটি ভাল মানের ইউআই অপটিমাইজ পেতে পারেন। তবে বিভিন্ন ফোন আপনাকে
বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে। কারণ একেক কোম্পানি
একাগ্রম বৈশিষ্ট্য নিয়ে সেগুলো তৈরি করে।
এন্ড্রয়েড এম আই থিমস ফিঙ্গারপ্রিন্ট এর সেরা MIUI
আমরা যদি সাধারণত MIUI ব্যবহারকারী হয়ে থাকি তাহলে এটা আমাদের কাছে সবচাইতে এন্ড্রয়েড এম আই থিম ফিঙ্গারপ্রিন্ট এর লক সেরা। এ থিম ব্যবহার করার মাধ্যমে আপনি অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন সহ বিভিন্ন ধরনের ইউ আই ফোনের পরিবর্তন করতে পারেন।
সেগুলোর বৈশিষ্ট্য ও ইউ আই এর দক্ষতার ওপর ভিত্তি করে আপনাদের জন্য সেরা এমআই
ফিঙ্গারপ্রিন্ট লক উল্লেখ করছি। যেগুলো আমরা সচরাচর সকলে ব্যবহার করে থাকি।
সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা সকলেই খুব আগ্রহী থাকি। সেক্ষেত্রে আমরা নিম্নের
বৈশিষ্ট্য সম্পূর্ণ সার্ভিস গুলো নিতে পারি।
- New Oxy Era: এই থিমটি সাধারণত আমরা প্রথম তালিকায় এবং এমআই ফিঙ্গারপ্রিন্ট লক থিমে অন্তর্ভুক্ত করতে পারি। ব্যাবহিত ফিঙ্গারপ্রিন্টের লক গুলোর মধ্যে এটি একটি ভালো মানের যা আমরা সহজে কাস্টমাইজ ও অপ্রোমাইজ করতে পারি ইউ আই বৈশিষ্ট্য সম্পন্ন।
- Ronix UI : আমরা সাধারণত সার্চ ইঞ্জিনের দ্বিতীয় অনুসন্ধানে রনি ইউ আই এ থিমটি রাখতে পারি। এই থিমটি এমআই ইউআই বৈশিষ্ট্যর কারণে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাছাড়া এই থিমটি ইউআই এর বৈশিষ্ট্য সম্পূর্ন বেশি সেরা বলে জানা গেছে। আমরা আমাদের আগের ব্যাবহৃত থিমটির মত এটাতেও চার্জ অ্যানিমেশন পেতে পারি।
- RealIX Legacy : আমরা উপরে যে দুই তিন সম্পর্কে আলোচনা করেছি সেগুলোর মধ্যে এই থিমটাতেও এম আই থিম ফিঙ্গারপ্রিন্ট ও সার্চ ইঞ্জিন গুলোতে সর্বাধিক এক বৈশিষ্ট্য সম্পূর্ণ পাওয়া গেছে। এখানে আপনি একটি দুর্দান্ত ইউ আই দক্ষতা পাবেন। অন্যান্য থিম গুলোর মত আপনি এই টিমেও ইউআই এর বৈশিষ্ট্য গুলো খুঁজে পেতে পারেন। এবং আপনার ইচ্ছা মত ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন দেখতে পারেন। তুলনামূলকভাবে অন্যান্য থিমের চেয়ে এই টিমে চার্জিং এনিমেশন টা খুব উন্নতমানের।
- OriginFTW : আপনি যদি ডিজাইনের ওপর থিমটি বিবেচনা করেন তবে অন্যান্য থিমের তুলনায় এটি ভিন্নরকম। এই থিমে ভিন্ন ইউ আই অভিজ্ঞতা এবং থিমটি সম্পূর্ণ গতিশীল থাকে। আপনি খুব সহজে সুন্দর একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পেতে পারেন।
- Love-feel MI : আপনি আরেকটা সেরা অ্যান্ড্রয়েড mi ফিঙ্গারপ্রিন্ট লক অ্যানিমেশন থিমস পেয়ে যেতে পারেন। সেটা হলো ভালোবাসার আরেক নাম অনুভূতি। ঠিক সুন্দর যে পরিপূর্ণ সিম। অপরের বৈশিষ্ট্য সম্পূর্ণ থিম গুলোর চাইতে সর্বস্থানে অভিজ্ঞতার সম্পূর্ণ এই টিম ডিসপ্লেটার সাধারণত করা নাইট মোডে থাকে।
অ্যান্ড্রয়েড এম আই থিমস ফিঙ্গারপ্রিন্ট লক কি
অ্যান্ড্রয়েড MI ফিঙ্গারপ্রিন্ট লক থিমস ব্যবহার করার ধাপসমূহ
-
আপনি যখন আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন ট্যাপ করবেন ঠিক তখন আপনাকে
লক স্ক্রীনকে শোয়াইপ ব করা লাগবে। নইলে আপনি সহজে এন্ড্রয়েড mi
ফিঙ্গারপ্রিন্ট লক করতে পারবেন না।
-
এ আই ফেস আনলক এর সাহায্যে আপনি আপনার মুখ চিহ্নিত করতে পারবেন।
-
আপনার ফোনে ফেসলক করা থাকলে এআই আনলক দিয়ে আপনার মুখ দেখাতে হবে তাহলে
পুনরায় আপনার ফোনটি লক খুলে যাবে।
-
এটি আপনার জন্য সুবিধা ও আশ্চর্যজনক একটি বিষয়।
ওয়েম্যাক্স আইটিরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url